DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

ছয শতাধিক ছাত্র সংখ্যার বিপরীতে ছয় জন শিক্ষক, শিক্ষা বিভাগের কোন হেলদোল নেই

নিজস্ব সংবাদ দাতা করিম গঞ্জ 25 শে অক্টোবর– শুনতে অবাক লাগলেও ঘটনা যে সত্যি তা জানতে চেয়ে এই প্রতিবেদক করিমগঞ্জ জেলার পিছিয়ে পড়া শন বিল অঞ্চলের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র সদন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে ঘটনার সত্যতা জানতে প্রধান শিক্ষকের  কাছে যান । এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের  অভিযোগ , এই  শিক্ষা প্রতিষ্ঠানে র  শিক্ষার পরিবেশ লাঠে উঠেছে , এক মাত্র শিক্ষকের অভাবে,  ফলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক গন ।

প্রধান শিক্ষক আবুল কালাম কে অভিযোগের  বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা ছয় শতাধিকের উপর, আর তার বিপরীতে শিক্ষকের সংখ্যা মাত্র ছয় জন , এমতাবস্থায় পাঠ দানে ব্যাপক অসুবিধা হয় ।এখন পর্যন্ত বিজ্ঞান শাখার শিক্ষক সহ হিন্দি আরবী , সংস্কৃত শাখার কোন শিক্ষক নেই, দীর্ঘদিন ধরেই এই সব পদে নিযুক্তি দেওয়া হচ্ছে না, বারবার বিভাগীয় কতৃপক্ষ কে অনুরোধ করা সত্ত্বেও এই সব খালি পদ পূরণ করা হচ্ছে না , এমনকি বিদ্যালয়ে স্থায়ী কেরানি সহ চতুর্থ শ্রেণির কর্মীর পদ শূন্য পড়ে আছে ।

এখানে উল্লেখ করা আবশ্যক এই এলাকার অধিকাংশ ছাত্র ছাত্রীরা তপ শীল সম্প্রদায়ের , সরকার এই সব পিছিয়ে পড়া সম্প্রদায়ের সামাজিক মান উন্নত করার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই এলাকার মানুষের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ।তাদের অভিযোগ এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকের অভাবে  ধুঁকছে, স্থানীয় জন প্রতিনিধির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা ।এদিকে আসাম সরকারের শিক্ষা বিভাগের উদাসীনতার বিষয়ে প্রশ্ন তুলেছেন । অবিলম্বে এই বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য পদে নিযুক্তি প্রধান করার জন্য রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী র দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা ।