লক্ষীপুর থেকে অসীম রায় 25 শে অক্টোবর—– প্রধান মন্ত্রীর অন্ন যোজনা র পাঁচ কেজি চাউল রেশন দোকান থেকে নেওয়ার জন্য সরকার প্রধান মন্ত্রীর ফটো সম্বলিত এক একটি ব্যাগ প্রত্যেক খাদ্য সুরক্ষা কার্ডের গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।এই সূত্রে আজ লক্ষীপুর মহকুমার বেশ কিছু ন্যায্য মূল্যের দোকানে প্রতি জন গ্রাহকের হাতে এই ব্যাগ তুলে দেওয়া হয় ।
আজকের এই ব্যাগ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপরের বিধায়ক মাননীয় কৌশিক রায়ের প্রতিনিধি হিসেবে সর্ব শ্রী মৃণাল কান্তি দাস প্রাক্তন সহ সভাপতি লক্ষীপুর পৌর সভা, শম্পা দাস প্রাক্তন পৌর কমিশনার লক্ষীপুর পৌর সভা, বিজেপির বুথ সভাপতি প্রণতি দাস তাছাড়া উপস্থিত ছিলেন দুই রেশন ডিলার রুমি দাস ও মহামায়া দাস । সরকার প্রদত্ত মাননীয় প্রধান মন্ত্রীর ফটো সম্বলিত সুন্দর ব্যাগ পেয়ে গ্রাহকদের মুখে হাসি ফুটে উঠলো এমনটাই পরিলক্ষিত হয়েছে ।