DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

বিক্রমপুর সমবায় সমিতির সচিব নিযুক্তি নিয়ে প্রতিবাদ করলেন স্থানীয় বাসিন্দারা

বিশেষ প্রতিবেদন 30 শে অক্টোবর শিলচর—- কাছাড় জেলার বহু চর্চিত বিক্রমপুর সমবায় সমিতির রাহুর দশা কেটে ও কাটছে না , সম্প্রতি এই সমবায় সমিতির কেলেঙ্কারি রাজ্যের সেরা বললে ও অত্যুক্তি হবেনা । করোনা সংক্রমণ কারো কাছে পৌষ মাস আর কারো কাছে সর্বনাশ হিসেবে চিহ্নিত হয়েছে । আর এই সময়ে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে জনসাধারণের সাহায্যে বিনা পয়সায় খাদ্য সামগ্রী দেদার বরাদ্দ করা হয়েছে,  আর সামগ্রী লুণ্ঠন করতে খাদ্য ও অ সামরিক সরবরাহ বিভাগের  প্রত্যক্ষ মদতে বিভিন্ন সমবায় সমিতির সম্পাদক রেশন দোকানীদের চাপে রেখে তাদের অজ্ঞানতা র সুযোগ কে কাজে লাগিয়ে এই সব সামগ্রী লুণ্ঠন করেছেন।

এখানে উল্লেখ করা আবশ্যক , লুণ্ঠন কারী নিজেরাই যে ফেঁসে যাবেন তা একবারও ভাবেন নি ফলে যা হবার হয়েছে , সর্ব সাধারণের কাছে লুঠের মালের ছবি প্রকাশ পেয়েছে, ফলে বিক্রমপুর সমবায় সমিতির সম্পাদক সঞ্জয় বর্মন  বর্তমানে পলাতক আসামী এদিকে সরবরাহ বিভাগ এই সমিতির বরাদ্দকৃত সামগ্রী  বড় খলার সমবায় সমিতি তে যুক্ত করে দিয়েছেন ।এদিকে সমবায় বিভাগ সচিব পদে ডিমা হাসা ও জেলার এক সমবায় সমিতির হিসাব রক্ষক কে এই সমবায় সমিতির সচিব পদে নিয়োগ করতে চেয়েছেন , এই খবরটা শুনে স্থানীয় বাসিন্দারা সহ বিভিন্ন সংগঠনের তরফে এই নিযুক্তি বাতিল করতে সমবায় বিভাগের সহকারী পঞ্জি য়ক মহাশয়ের কাছে এক স্মারকলিপি জমা দিয়েছেন । এই প্রতিবেদকের ,কাছে অভিযোগ কারি গন বলেছেন এই নিযুক্তি বাতিল না হলে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন ।