DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষ্মী পুর মহকুমা কার্যালয়ে রাষ্ট্রীয একতা দিবসের শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করা হলো

লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 31 অক্টোবর— ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই পেটে লে এর জন্মদিন রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সমগ্র দেশে পালিত হয় ।এই দিবসের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষীপুর মহকুমার সকল সরকারি কার্যালয়ের কর্মীদের উপস্থিতিতে লক্ষীপুর মহকুমা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সার্কেল অফিসার জনাথ ন ভাই পে  সবাইকে একত্রিত হয়ে রাষ্ট্রের একতা ও অ খণ্ড তা রক্ষা করার জন্য নিজেকে সমর্পণ করতে শপথবাক্য পাঠ করান ।

আজকের এই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন যথাক্রমে নাজির বিজয় দেব, ভাস্কর বর্মন,  অসীম কৈ রি, প্রদীপ রায়, রসেন্দ্র চাষা , কুসুম রং মাই সহ অন্যান্য সরকারি কর্মী গন । এক প্রেস বিজ্ঞপ্তি তে এই খবর জানা গেছে ।