অসীম রায় লক্ষীপুর 11 ই নভেম্বর — আ জ এগারো অক্টোবর , ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের স্মরণে রাষ্ট্রীয শিক্ষা দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে লক্ষীপুর মহকুমার কোনা গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক গৌতম রুদ্র পাল ও সহ শিক্ষক জয়ন্ত পাল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন , তারপর স্কুলের ছাত্র ছাত্রী সহ উভয় শিক্ষক এই মহান মানবের প্রতিকৃতি তে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।
প্রধান শিক্ষক গৌতম রুদ্র পাল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী র সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেন ।