বিশেষ প্রতিবেদন 21 শে নভেম্বর শিলচর—– কাছাড় জেলার গ্রাম উন্নয়ন বিভাগে দেদার দূর্নীতি সেই কংগ্রেস আমলে যেমনটা ছিলো বর্তমান সরকারের আমলে ঠিক তেমনি যে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ধরন টা একটু পাল্টেছে , যেমনটা ঠাকুর ঘরে কে কলা খাচ্ছি না এরূপ।বর্তমান সরকারের একটা কথা সর্বজন বিদিত, আর দূর্নীতি বরদাস্ত করা হবে না, সোজা জেল হাজতে পাঠানো হবে ।কাদের? যারা জমির দালাল, মুহুরী, থানায় এজাহার লিখে দেয় ওরা , পরিবহন বিভাগের দালাল এধরনের কিছু লোকের জন্য সরকার খড়্গ হস্ত হয়ে পড়েছেন, ভালো কথা , কিন্তু যে সকল দূর্নীতি গ্রস্ত আধিকারিক কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন তাদের বেলায় সরকার নমনীয় ভাব দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রের বক্তব্য,বর্তমান সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ কে স্বচ্ছ ও দূর্নীতি মুক্ত করতে গ্রাম উন্নয়ন বিভাগের সহকারী বাস্তুকার দের এক জেলা থেকে অন্য জেলায় বদলী করতে বিগত 4 সেপ্টেম্বর এক আদেশ জারি করেন video Memo No -PRD 12019/3/2017 PRD (B) 240 -D Dated 4-9-2021 এই আদেশ মতে কাছাড় জেলার পালং ঘাট উন্নয়ন খণ্ডের কনিষ্ঠ বাস্তুকার রাজকুমার রায়, বড় খলা উন্নয়ন খণ্ডের সপ্ত জিত দে, বড় জালেঙা উন্নয়ন খণ্ডের কনিষ্ঠ বাস্তুকার সিদ্ধার্থ ভট্টাচার্য ও কাঠিগড়া উন্নয়ন খণ্ডের কনিষ্ঠ বাস্তুকার শৈলেশ কুমার সিংহের নাম ছিলো । এই সব নামী কর্ম দক্ষতা সম্পন্ন বাস্তুকার দের বিষয়ে বিস্তর অভিযোগ দীর্ঘদিনের , আর তাদের মাধ্যমেই কংগ্রেস আমলের নেতা মন্ত্রী গন যেমন কোটি কোটি টাকা ভাগ বাটোয়ারা করে উন্নয়নের অর্থ হাতিয়ে নিয়েছেন তেমনি বর্তমান সরকারের আমলেই যে হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এই চার দূর্নীতি পরায়ন বাস্তুকার দের বদলী রদ করা ।
এই চার বাস্তুকার দের বদলী ত্বরান্বিত করতে কাছাড় জেলার অগ্রণী স্বেচ্ছা সেবি সংগঠন সর্বাঙ্গীণ মানব কল্যান সংঘের এক প্রতিনিধি দল দিস পুর গিয়ে সরাসরি রাজ্যের মূখ্য সচিবের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে এই স্মারকলিপি র প্রতিলিপি সর্ব কালের সর্ব সেরা আসামের মূখ্য মন্ত্রী সহ পঞ্চায়েত মন্ত্রী এবং অন্যান্য আমলা দের হাতে তুলে দিয়ে সরকারের ঘোষিত স্বচ্ছ প্রশাসনের কথা স্মরণ করিয়ে দেন । কিন্তু এইসবের পর ডিম্ব প্রসব হলো ।সরকারের কাছে মনে হয়েছে দূর্নীতি মুক্ত করতে হলে দূর্নীতি তে যে সব বাস্তুকার দের পনেরো বিশ বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে বহাল তবিয়তে রাখতে হবে । তাই বোধহয় রাজ্যের পঞ্চায়েত বিভাগের তরফে Vide Memo No-PRD-1209/3/2017 PRD (B) 240- Dated 9/11/2021 এই চার কনিষ্ঠ বাস্তুকার দের বদলির আদেশ স্থগিত করে দেন । এই খবরটা শুনে সর্বাঙ্গীণ মানব কল্যাণ সংঘের সম্পাদক আইন জীবি তন্ময় পুর কায় স্থ পুনরায় রাজ্যের মূখ্য সচিবের কাছে আরেকটা স্মারকলিপি পাঠান । তিনি বলেন মূখ্য মন্ত্রী মুখে বলেন এক কথা আর তাঁর মন্ত্রী আমলা কাজ করেন ঠিক উল্টো টা । সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দূর্নীতি বহাল রাখতে কেবিনেট সিদ্ধান্তে এই চার বাস্তুকার কে বহাল রাখা ইতিহাস হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন ।