বিহাড়া থেকে পিঙ্কু রায় হালদারের প্রতিবেদন 25 শে নভেম্বর— গত 17 ই নভেম্বর উত্তর কাঠি গড়ার দর ল ছড়া
মহাদেব স্থানের ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে বি হাড়া পুলিশ ফাঁড়িতে এজাহার দেওয়ার পর ও দুষ্কৃতী দের গ্রেফতার না করায় আজ বি হাড়া পুলিশ ফাঁড়িতে হাজির হন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা ,তাঁরা অবিলম্বে দোষীদের করায়ত্ত করার দাবি জানান।