পিঙ্কু রায় হালদারের প্রতিবেদন 27 শে নভেম্বর শিলচর— আসাম সরকার যতই স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার কথা বলুক না কেনো বাস্তবে কি সেটা হচ্ছে ? হচ্ছে না , তার জ্বলন্ত উদাহরণ কাঠি গড়া শিক্ষা খণ্ডের অধীন 1416 নং নিজ বি হাড়া প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে । স্থানীয় বাসিন্দা দের অভিযোগ পেয়ে এই প্রতিবেদক এই স্কুলে গিয়ে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা এবং পরিচালন সমিতির সদস্যরা বলেন এখানে মিড ডে মিল দেওয়া হয় না, ছাত্রদের পোষাক নিয়ে বিস্তর কেলেঙ্কারি হয়েছে , প্রধান শিক্ষক কাউকে পাত্তা দিতে চান না, শিক্ষা খণ্ডের আধিকারিক কে অভিযোগ করলেও কোনও সুরাহা হয়না ।
বিগত করোনা সংক্রমণ কালে মিড ডে মিলের অর্থ নিয়ে নয়ছয় করা হয়েছে । এব্যাপারে প্রধান শিক্ষক কোন সদুত্তর দিতে পারেননি । অবিলম্বে এই সব অভিযোগের তদন্ত করতে জোরালো দাবি উঠেছে ।