নিজস্ব সংবাদ দাতা 29 শে নভেম্বর শিলচর —বি ডি এফের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রাযের গ্রেফতার নিয়ে ক্রমশঃ ক্ষোভের সঞ্চার হচ্ছে , বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে নাগরিক সভা সহ প্রতিবাদী কার্য সূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়ার খবর পাওয়া গেছে । এর পরির্প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সমগ্র কাছাড় জেলায় অনির্দিষ্ট কালের জন্য ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করেছেন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের সভা, সমাবেশ ও মিছিল বের করতে পারবেন না কোন সংগঠনের সদস্যরা ।।