DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

অনির্দিষ্ট কালের জন্য সভা সমাবেশের উপর বাধা নিষেধ আরোপ করা হলো কাছাড় জেলায়

নিজস্ব সংবাদ দাতা 29 শে নভেম্বর শিলচর —বি ডি এফের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রাযের গ্রেফতার নিয়ে ক্রমশঃ  ক্ষোভের সঞ্চার হচ্ছে , বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে নাগরিক সভা সহ প্রতিবাদী কার্য সূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়ার খবর পাওয়া গেছে । এর পরির্প্রেক্ষিতে  কাছাড় জেলা প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সমগ্র কাছাড় জেলায় অনির্দিষ্ট কালের জন্য ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করেছেন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের সভা, সমাবেশ ও মিছিল বের করতে পারবেন না কোন সংগঠনের সদস্যরা ।।