DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

JIO গ্রাহকদের কি ভাবে রাম ঠগ ন দিচ্ছে, বৃদ্ধি করেছে নূতন হার, নেই কোনো প্রতিবাদ

বিশেষ প্রতিবেদন 30 শে নভেম্বর শিলচর- –প্রবাদ আছে ধান খেয়েছ মুরগী যাবে কোথায়?  ঠিক তেমনি JIO  মোবাইল পরিষেবা কোম্পানি আমাদের গ্রাহকদের বলতে হবে প্রলোভন দেখিয়ে তার জালে  ঢুকিয়ে নিয়েছে । এখন এই জাল থেকে বেরিয়ে আসা যে মুস্কিল তা ভালো ভাবেই পরখ করে নিয়েছে এই মোবাইল পরিষেবা কোম্পানি ।

আমরা গ্রাহক গন এত মোবাইল আসক্তি হয়ে গেছি যে  মোবাইল পরিষেবা কোম্পানি গুলো মাসের কথা, বছরের কথা বলে আমাদের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছে  , নূতন তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে । মূল্য ও বৃদ্ধি করা হয়েছে , আর আমরা মোবাইল ফোন আসক্ত গন কোনো কিছু টেরই পাচ্ছিনা । ওরা মাসের কথা বলে আটাশ দিনে মাস বানিয়ে নিচ্ছে , এই হিসাবে বছরের হিসাবে কত দিন ঠগ ছে, আমরাও প্রতিবাদ করছি না ।এই নতুন তালিকা বের হতেই বেশ কিছু  গ্রাহকের চৈতন্য উদয় হয়েছে , তারা এই ব্যাপারটা ভালো ভাবে নিচ্ছেন না । গ্রাহকদের এখন গ্রাহক সুরক্ষা আদালতে র দ্বারস্থ ছাড়া আর বিকল্প নেই ।