শিলচর থেকে অজিত দাসের বিশেষ প্রতিবেদন 3 রা ডিসেম্বর—- এতদিন শুনা গেছে ব্রহ্ম পুত্র উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকায় দেদার বিদেশী নোটিশ পাঠানো হচ্ছে , নোটিশ প্রাপক দের না পেলে ও ইলেকট্রিক পোস্ট গুলোতে সেটে দেওয়া হচ্ছে , কিন্তু আমাদের বরাক উপত্যকার উদার বন্দ বিধানসভা কেন্দ্রের রং পুর করা তি গ্রাম এলাকার এক পরিবারের দুই সদস্য সহ অন্য একজনের কাছে বিদেশী নোটিশ হাতে ধরিয়ে দেওয়া হয়েছে । তফাৎ টা এটাই , বিষয় বস্তু কিন্তু এক যে তোমরা 25-3-1971 এর পর আসামে এসেছো ।উপযুক্ত তথ্যসূত্র প্রয়োজন, তাই আদালতে হাজির হতে হবে ।
আজকের এই নোটিশ পাঠানো নিয়ে বৃহত্তম রংপুর এলাকায় যাদের নামে নোটিশ এসেছে এবং যারা পাননি সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন । এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত 2014 ইংরেজি তে শিলচর রাম নগরে বিশাল নির্বাচনী সভায় প্রধান মন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জী বলেছিলেন আজ থেকে বিদেশী নোটিশ, ডি ভোটার সমস্যা , বন্দীশালা বন্দ , পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হিন্দুদের আর হেনস্থা করা হবেনা , আপনারা বিজেপিকে বিপুল ভোটে জয়ী করুন ।এই মনলোভন কথা শুনে সেদিনের সভায় উপস্থিত হিন্দু বাঙালি গন উল্লাসে ফেটে পড়েন , এই এলাকার বাসিন্দা গন ও সেদিন আনন্দে মেতে ওঠেন এবং মহান নেতার আহবান কে সাদরে গ্রহন করে দুই দূ বার উদার বন্দ থেকে বিজেপি দলের বিধায়ক নির্বাচিত করেন এবং সর্বশেষ শিলচরের সাংসদ হিসেবে ডঃ রাজদীপ রায় কে হাত উজাড় করে ভোট দেন সেই একই আশায় ।কিন্তু আজ ওদের মোহ ভঙ্গ হয়েছে , বিদেশী আদালতে হাজির হওয়া মানেই বিশাল অংকের অর্থ খরচ করতে হবে, কিন্তু আজ যাদের নামে নোটিশ জারি করা হয়েছে সবাই দারিদ্র সীমার নীচে থাকা লোকজন ।এই প্রতিবেদকের কাছে প্রকাশ্য ভাবে এই এলাকার মানুষ বলে ফেললেন যে হিন্দু হিন্দুত্ব আওয়াজ তুলে এতদিন ধরে বোকা বানিয়ে আমাদের ভোট আদায় করে নেওয়ার ফল কি এই বিদেশী নোটিশ? তারা আরও বলেন লক্ষ লক্ষ মানুষ আজ আধার কার্ড করতে পারছেন না সেটা নিয়ে আমাদের ভোটে নির্বাচিত বিজেপি বিধায়ক ও সাংসদ গন নীরব থেকে আমাদের সাথে বিশ্বাস ঘাতক তা করেছেন ।
আজকের এই নোটিশ নিয়ে এই করাতি গ্রাম এলাকার বাসিন্দারা জোরদার আলোচনা শুরু করেছেন ।যাদেরকে নোটিশ সমঝো দেওয়া হয়েছে তারা হলেন সূর্য দাস ও সুবোধ দাস করাতি গ্রাম ,অন্য জন হলেন লনী বালা দাস রংপুর শিমুল তলা এলাকার বাসিন্দা ।