লক্ষীপুর থেকে অসীম রায় 6 ই ডিসেম্বর— আসাম সরকারের শ্রম বিভাগ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান গুলোর শ্রম পঞ্জি করন বাধ্যতা মূলক করার সিদ্ধান্ত নিয়েছেন।সেই অনুযায়ী সমগ্র রাজ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালিকপক্ষ পঞ্জি করন করেন নি বা যারা পূর্বে পঞ্জি করন করেছিলেন অথচ নবীকরণ এখনও করেন নি তাদের কে আগামী 31 শে ডিসেম্বরের মধ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে ।
সেই নির্দেশ অনুযায়ী লক্ষীপুর মহকুমা শ্রম পরিদর্শক লক্ষীপুর মহকুমার অধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালিক গন কে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুলোর পঞ্জি করন ও নবীকরণ করার লক্ষী পুর মহকুমা শ্রম পরিদর্শক কার্যালয়ে যোগাযোগ করে আগামী 31 শে ডিসেম্বরের মধ্যে পঞ্জি করন ও নবীকরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মহকুমা শ্রম পরিদর্শক । অন্যথায় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে এক পত্রে জানিয়েছেন ।