বিশেষ প্রতিবেদন 10 ই ডিসেম্বর শিলচর— আদৌ কি বরাক উপত্যকার গ্রাম গুলোর ঘরে ঘরে জল পৌঁছবে ? এভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।এই প্রতিবেদক বড় খলা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু অঞ্চলে গিয়ে জল জীবন মিশনের কাজের ধরন দেখে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বীকার করতে বাধ্য হন ।সূত্রের মতে জানা গিয়েছে প্রতিটি জল সরবরাহ প্রকল্পের কাজ নূতন ভাবে করার জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ প্রতিটি রাজ্যের জল সরবরাহ বিভাগের কাছে পাঠানো হয়েছে
বিশাল অংকের বাজেটের মাধ্যমে প্রতিটি জল সরবরাহ প্রকল্পের কাজ করার জন্য পরিকল্পনা ও ব্যয়ের হিসাব করে দরপত্র আহ্বান করা হয়।সেই মতো ঠিকাদারদের কাজ ও সমঝে দেওয়া হয়েছে ।কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে একাংশ ঠিকাদার শুধু মেরামত করে দায়সারা কাজ করতে দেখে স্থানীয় বাসিন্দারা যারা অধীর আগ্রহে ঘরে ঘরে জল পাবেন বলে যে আশা করেছিলেন তারা সন্দিহান হয়ে পড়েছেন ।বড় খলা বিধানসভা কেন্দ্রের হাতি ছড়া বাগান সংলগ্ন জল সরবরাহ প্রকল্পের কাজ দেখে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মন্তব্য ঠিকাদার কত টাকার বরাত পেয়েছেন আর কাজের ধরনের কাগজ দেখাতে অনীহা প্রকাশ করার মতলব কি? তাহলে স্বচ্ছ কাজ যে হবেনা সেটা ধামাচাপা দিতে চাইছেন । এই জল সরবরাহ প্রকল্পের জল সঞ্চয়ের ট্যাঙ্ক পরিস্কার করতে চোখে পড়েছে তা ও আবার এই জল সরবরাহ প্রকল্পের কাজে নিয়োজিত লোকজন দিয়ে করানোর দৃশ্য পরিলক্ষিত হয়, তারপর সুন্দর করেই রং করে নেওয়া হয়েছে ।
নূতন করে পাইপলাইন বসানোর কোন কাজ করা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , এদিকে এই জল সরবরাহ প্রকল্পের জলের উৎস কোথায় , পূর্বে ও জলের উৎস ভালো না থাকার কারণে যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পের সূচনা হয় তখনই এই এলাকার বাসিন্দা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হন , আর এবার ঘরে ঘরে পানিয জল যে সরবরাহ করা হবে সেটা আদৌ সম্ভব নয় এভাবেই তাদের মনের কথা প্রকাশ করলেন । শুধু এই প্রকল্প নয় এই এলাকার মূরলী ধর জল সরবরাহ প্রকল্প , ধল ছড়া প্রথম খণ্ড এলাকার দু’টি প্রকল্প একটি মূল ধল ছড়া ও দ্বিতীয় টি নীল ছড়া এখানে ও বিস্তর ফারাক আছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা , একটি মেরামত করতে দেননি স্থানীয় বাসিন্দারা তাদের দাবি কতটা অর্থ বরাদ্দ করা হয়েছে নূতন করতে হবে না মেরামত সেটার কাগজ দেখাতে হবে ,, এই গেরো তে কাজ বন্ধ, এদিকে নীল ছড়া প্রকল্পের পাইপলাইনের কাজ নিয়ে অভিযোগ উঠেছে ।পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন না ঠিকাদার , তাদের অভিযোগ এই এলাকার পশ্চিম জার ইল তলা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের পর দিন থেকে পানীয় জলের সমস্যা নিয়ে হাহাকার করছেন স্থানীয় বাসিন্দারা , এখানে ও ব্যাপকভাবে দূর্নীতি করার অভিযোগ উঠেছে ।তাহলে আমাদের ও এই হাল হবে তাই তারা বেঁকে বসেছেন ।
এই সব নিয়ে বিভাগের কর্মকর্তা গনকে নালিশ জানানো হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি ।এদিকে বেশ কিছু সামাজিক সংগঠনের কর্মীরা কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান বিভাগের কাছে স্মারকলিপি পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন বলে এই প্রতিবেদকের কাছে মত প্রকাশ করেন ।