নিজস্ব সংবাদ দাতা লক্ষীপুর 10 ই ডিসেম্বর– 37 নং জাতীয় সড়কের পয়লা পুল থেকে ফুলের তল পর্যন্ত অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।শতশত মালবাহী ট্রাক রাস্তার উপর দাড়িয়ে থাকার কারণে পথচারীদের ও স্কুলের ছাত্র ছাত্রীদের যাতায়াতের উপর প্রভাব পড়ে ।এই যানজটের কারণে অনেক দূর্ঘটনা ও ঘটেছে ।চিরি নদীর উপরে থাকা সেতুর এই দৃশ্যটা কল্পনা করা যায় না।
এদিকে এই জাতীয় সড়কের পাশে অসংখ্য সিমেন্ট গুদাম থাকায় মণিপুর গাড়ী সিমেন্ট বোঝাই ট্রাক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ,যার দরুন যানজট নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান পুলিশের কাছে অভিযোগ করে কোন লাভ হয় না এনিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।এই তীব্র যানজটের সমস্যা দূর করতে লক্ষীপুর পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।