নিজস্ব সংবাদ দাতা গুয়াহাটি 11 ই ডিসেম্বর— শীতের রাতে আজ আবারও “কা” বিরোধী মিছিলে পা দিয়ে দেখিয়ে দিলেন আমরা নাগরিকত্ব সংশোধনী বিল মানি না। শত শত প্রতিবাদী মানুষের একটি ই আওয়াজ এই বিল অসমীয়া জাতি ধবংস কারী বিল, এই বিল কার্যকরী হলে অসমীয়া জাতি র অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনা আছে।
দীর্ঘদিন পর আজ আবার অসম জাতীয় পরিষদের উদ্যোগে কামরূপ মহানগর কমিটি’ এক বিশাল মিছিল বের করে। শতাধিক মানুষ হাতে ব্যানার নিয়ে পথে নেমে পড়েন। ফলে যানজট তৈরি হয়, এক সময় পুলিশ মিছিলের গতি থামিয়ে দিতে তৎপর হয় , ফলে এক বিশৃঙ্খল পরিস্থিতি পরিলক্ষিত হয়। এদিকে অখিল গগৈ মূখ্য মন্ত্রীর পরিবারের সদস্যদের উপর ভূমি কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন , সরব হয়েছে অসম জাতীয় পরিষদ ও ।তার সাথে সমান্তরাল ভাবে”কা” বিরোধী মিছিল বের করা নিয়ে রাজ্য রাজনীতিতে যোগ হয়েছে এক রাজনৈতিক নাটকের প্রথম অঙ্ক ।এক কথায় আজকের আচমকা “কা” বিরোধী মিছিল রহস্যের আবর্তে বলে সচেতন মহল মত প্রকাশ করেছেন ।