বিশেষ প্রতিবেদন 12 ই ডিসেম্বর শিলচর– সমগ্র বিশ্বে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করতে তাবলীগ জামাতের ভূমিকা কে অস্বীকার করার উপায় নেই।যে উদ্দেশ্য নিয়ে এই জামাতের সৃষ্টি হয়েছিল কালক্রমে সেই উদ্দেশ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর তা পরখ করতে পেরেছে ইসলামিক বিশ্বের পীঠস্থান বলে খ্যাত খোদ সৌদি আরব সরকার ।
সৌদি আরব সরকার তার গোয়েন্দা মারফত জানতে পেরেছে যে এই তাবলীগ জামাতের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ইসলামিক উগ্রবাদী সংগঠন তাদের নেট ওয়ার্ক বিস্তার করতে চলেছে। যে উদ্দেশ্য নিয়ে জামাতের সৃষ্টি হয় তা এখন উদ্দেশ্য চ্যুত হয়ে হিংসা বিদ্বেষ তৈরি করে শান্তির ধর্ম ইসলাম কে কলুষিত করার কাজে নিয়োজিত হয়ে পড়েছে, এমনটাই মনে করছেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়।তাই বিশ্বের অন্যতম ইসলামিক রাষ্ট্র তাবলীগ জামাতের উপর নিষেধ আরোপ করেছে ।তাদের স্পষ্ট মত তাবলীগ জামাত সন্তর্পণে সন্ত্রাসের কাজে জড়িত হয়ে পড়েছে ।সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ ঘোষিত হতেই সমগ্র বিশ্বে জোরালো আলোচনা চলছে ।সূত্রের দাবি আরও বেশ কিছু রাষ্ট্রে তাবলীগ জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ।