গুয়াহাটি থেকে বিকাশ দাস 18 ই ডিসেম্বর—- আগামী 1 লা জানুয়ারি থেকে রাষ্ট্রীয় শিক্ষা নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এই কথা ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ডঃ আর পে গু ।এই শিক্ষা নীতি চালু হলে বদলে যাবে আগের সব নিয়ম কানুন ।
সরকারের ঘোষণা মতো এখন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকবে প্রাথমিক শিক্ষা বিভাগের হাতে । ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত থাকবে ডিরেক্টর অফ এডুকেশন বিভাগের কাছে ।এখন আর একাদশ ও দ্বাদশ শ্রেণি কলেজ গুলো তে থাকবে না , 3,3,4 বছরের কোর্স চালু করা হবে।অর্থাৎ প্রাক প্রাথমিক 5 বছরের, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণির কোর্স 3 বছর , ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কোর্স ও তিন বছর এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির কোর্স চার বছর হবে ।
এই শিক্ষা নীতি নিয়ে রাজ্যের মূখ্য মন্ত্রী বলেন রাষ্ট্রীয় শিক্ষা নীতি 2020 এর নিয়ম কানুন গুলির 75% 2020 ইংরেজিতে বাস্তবায়িত করার জন্য সরকার সচেষ্ট হবেন বাকী 25% 2023 ইংরেজি র মধ্যে সম্পন্ন করা হবে ।এই সঙ্গে অঙ্গন ওয়ারী কেন্দ্র গুলির শিক্ষা ব্যবস্থার বিরাট পরিবর্তন করা হবে এই মর্মে একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে ।