নিজস্ব সংবাদ দাতা 22 শে ডিসেম্বর শিলচর— শিলচরের নার্সিংহোম গুলো তে যারা চিকিৎসা পরিষেবা প্রদান করেন তারা সবাই কিন্তু বেসরকারি নন বরং সবাই সরকারি চিকিৎসক।সরকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে যা কিনা প্রশংসার যোগ্য। সাধারণ মানুষ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু ঠিক, পরিবর্তে উন্নত মানের চিকিৎসার জন্য প্রায় সময়ই তাদের কে নার্সিং হোমে যাওয়ার পরামর্শ আগ বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বেশ কিছু রোগীর বাড়ির লোকজন।তাদের মতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা দায়সারা ভাবে তাদের কর্তব্য পালন করেন।
বেশীরভাগই মানুষের অভিযোগ, চিকিৎসক গন এক একটি নার্সিংহোম নিয়ে ব্যস্ত হয়ে আছেন ।অনেক সময় দেখা যায় সরকারি কর্তব্য শিকেয় তুলে নার্সিংহোম গুলো তে চলে যান ।এখানে উল্লেখ করা আবশ্যক শিলচরের নার্সিংহোম গুলো সরকারি চিকিৎসকদের দ্বারা পরিচালিত হয়। ফলে সাধারণ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।এদিকে শহরের চিকিৎসক দের সাথে টাল মিলিয়ে গ্রামের হাসপাতালের চিকিৎসক গন ও সরকারি কর্তব্য পালন না করেই নিজের বাসা ঘরে ও স্থানীয় ঔষধের দোকান গুলো তে দিব্যি রোগী দেখছেন ।
দিন কয়েক আগে আসামের মাননীয় মূখ্য মন্ত্রী এই ব্যাপারে অবগত হলে সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে খড়্গ হস্ত হয়ে বলেন সরকারি চিকিৎসকদের নিজেদের কর্তব্য পালন না করে যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার সাথে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে ।মূখ্য মন্ত্রীর এই ঘোষণা কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।তাদের মতে এই পদক্ষেপ এক যুগান্ত কারী বলে চিহ্নিত হবে যদি বাস্তবে পরিণত হয় ।