বিশেষ প্রতিবেদন 23 শে ডিসেম্বর শিলচর—- আজ কাছাড় জেলার বিভিন্ন এলাকায় একটি কথা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। প্রতিদিনের মতো আজ ও শিলচরের কর্ম বিনিয়োগ কেন্দ্রে প্রচুর ভীড় পরিলক্ষিত হয়। এখানে শিক্ষিত ছেলে মেয়ে শুধু মাত্র একটি চাকরি পেতে কেউ বা নূতন কার্ড তৈরি করতে আসে কেউ বা আসে নবীকরণ করতে ।এক কথায় কর্ম বিনিয়োগ কেন্দ্রের ভীড় দেখলে স্বভাবতই মনে পড়বে এখনো বেকারত্ব ঘুচে নি ।
অন্যান্য বারের মতো এবারও আসাম রাজ্যের প্রতিটি জেলায় সরকারি ভাবে নিয়োগ মেলার আয়োজন করা হয়েছে ।সেই মর্মে ইতিমধ্যেই সরকারি ভাবে প্রতিটি জেলার নিয়োগ মেলার দিন সময় ধার্য করা হয়েছে।যা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে ও সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত হয়ে গেছে, এই কর্ম বিনিয়োগ কেন্দ্রে উপস্থিত বেকার যুবক যুবতী দের মুখে একটা কথা শুনতে শুনতে কান ভারী হয়ে গেলো। সবারই এক কথা এই নিয়োগ মেলা এখানে অনুষ্ঠিত না করার মানে কাছাড় জেলায় বেকার নেই , না হলে কেন্ বাদ পড়লো কাছাড় জেলা ? অনেকেই বলেছেন এই নিয়োগ মেলা থেকে সরকারি কোন চাকরি হবে না , সব চাকরি ব্যক্তিগত কোম্পানির হবে, তাহলে এখানে ও বৈষম্য এলো কোথা থেকে ।এই ব্যাপারে আমাদের জন্ প্রতি নিধি গন টু শব্দ কেনো করছেন না তা নিয়ে মন্তব্য করতে ছাড়েন নি বেকার যুবক যুবতী গন ।