নিউজ ডেস্ক 25 শে ডিসেম্বর শিলচর– আজ প্রভূ যীশুর শুভ জন্মদিন।সমগ্র বিশ্বের খৃস্টান ধর্মের মানুষের কাছে আজকের এই দিন মহান দিবস হিসেবে পালিত হয়। এই দিবস পালন করতে সমগ্র বিশ্বের খৃস্টান গন আজ প্রতিটি গর্জায় সকাল থেকে জমায়েত হচ্ছেন, প্রতিটি গির্জা আলোক সাজে সজ্জিত করা হয়েছে। এদিকে প্রতিটি ঘরে বিভিন্ন ধরনের খৃষ্ট মাস গাছের সাজসজ্জা পরিলক্ষিত হচ্ছে । এসেছে বিভিন্ন ধরনের কেক ও মিষ্ট দ্রব্য ।ধনী গরীব সবাই আনন্দে মেতে উঠেছে।
আজকের এই মহান দিবসে বরাক নিউজ এক্সপ্রেসে র পক্ষ থেকে সকল খৃস্টান ধর্মের মানুষ কে জ