গুয়াহাটি থেকে বিকাশ দাস 25 শে ডিসেম্বর—এবার আসাম সরকার আগে ভাগে অমি ক্রন্ প্রতিরোধ করতে প্রাথমিক ভাবে আজ রাত সাড়ে এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত নৈশ কার্ফু সমগ্র রাজ্যে জারি হবে ।অবশ্য ইংরেজি নববর্ষ ও খৃষ্ট মাস উৎসব কে ছাড় দেওয়া হবে ।2 রা জানুয়ারি থেকে যথারীতি নৈশ কার্ফু নিয়ম অনুযায়ী বহাল হবে ।
আজ এই মর্মে নূতন নিয়ম নির্দেশিকা জারি করে স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত বলেন পূর্বের মতো জনবহুল এলাকায় মাস্ক পরিধান করা সহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ।এদিকে পূর্বের মতো রেল ও বিমান যাত্রীদের প্রতি স্বাস্থ্য বিভাগের তরফে বিশেষ নজর রাখা হবে ।আজকের এই নির্দেশিকা পালনে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে ।