DIGITAL

September 23, 2023

APTCE 18538973148

সড়ক দুর্ঘটনায় নিহত তিন কিশোর কে স্মরণ করলো ABVP বি হাড়া শাখা

পিঙ্কু রায় হালদারের প্রতিবেদন 28 শে ডিসেম্বর– গত রবিবার রাতে সংঘটিত সড়ক দুর্ঘটনা বিক্রমপুর  এলাকার মানুষের মন থেকে মুছে ফেলা যাচ্ছে না। এভাবেই যে অকালে তিন তরতাজা যুবক এই পৃথিবী ছেড়ে চলে যাবে তা কি ভাবা যায় ? , এভাবে এই প্রতিবেদক কে মত প্রকাশ করেছেন বিক্রমপুর এলাকার বাসিন্দারা।

এই তিন কিশোর কে প্রতিটি সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ,তারা অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বি হাড়া শাখার সদস্য ছিল ।আজ এক স্মরণ সভার আয়োজন করে অকালমৃত্যু বরন করা  এই তিন কিশোর কে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বি হাড়া শাখার উদ্যোগে আয়োজিত এক শোক সভায় তাদের স্মৃতি  চারণ করে বক্তব্য রাখেন এই শাখা পরিষদের সহ সভাপতি প্রিয় ব্রত নাথ সহ অন্যান্য সদস্যরা ।সবাই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ।