কাঠি গড়া থেকে সাদাত হোসেনের প্রতিবেদন 30 শে ডিসেম্বর— বি হাড়া পুলিশ ফাঁড়ির অধীন সরিষা কুড়ি গ্রামের বছর তেইশের যুবক সেলিম হোসেন, পিতার নাম বদর উদ্দিন গত 23 শে ডিসেম্বর মেঘালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ।এরপর থেকে আজ পর্যন্ত তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেন নি এবং সে ও ঘর থেকে বেরিয়ে আর কোন ফোন করেনি ।এই নিয়ে পরিবারের লোকজন ভীষণ ভাবে চিন্তিত হয়ে সব জায়গায় খোঁজ নেন , অবশেষে থানায় তার নিখোঁজ ডায়েরি করা হয় ।
কিন্তু আজ পর্যন্ত কোন যোগসূত্র মেলেনি বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন ।আজ এই প্রতিবেদকে তার এক ভাই সংবাদ মাধ্যমে পুনরায় এই নিখোঁজ সংবাদ দিয়ে ছেন ।যদি এই ছেলের বিষয়ে কেউ কোন সূত্র পান তাহলে নীচে দেওয়া মোবাইল নাম্বার 7002038847 এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করছেন ।