লক্ষীপুর থেকে অসীম রায় 31 শে ডিসেম্বর–লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের ছোট মাম দা জিপি র অধীনস্থ গোঁসাই পুর রং তল জল সরবরাহ প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় কৌশিক রাই মহাশয় ।মোট নব্বই লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্প থেকে মোট 378 পরিবারে গৃহ সংযোগ দেওয়া হয়েছে ।মোট পাঁচ হাজার মিটার পাইপলাইন বসানো হয়েছে ।নূতন করে বৈদ্যুতিক সংযোগ দিতে ট্রান্সফর মার ও বসানো হয়েছে, এক কথায় অসাধারণ প্রকল্প চালু করা হয়েছে। এখানে উল্লেখ করা আবশ্যক সমগ্র প্রকল্প জাতীয় জল জীবন মিশনের বরাদ্দকৃত অর্থের মাধ্যমে সম্পন্ন হয়েছে ।
আজ এক অনুষ্ঠানে বিধায়ক কৌশিক রাই ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে লক্ষীপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সম্পাদক গুঞ্জন কর, পঞ্চায়েত সভাপতি রাজেশ কুমার দাস, বিভাগের এস, ডি, ও জিয়া উল রহমান, বিডিও সাম ছুল আলম ,বিন্না কান্দি মণ্ডল বিজেপির সভাপতি বিদ্যা বতি সিংহ , পূর্ণিমা মুণ্ডা, উপেন্দ্র দাস, শ্যাম লাল তাঁতী , গোপাল রায় প্রমুখ
এই উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিধায়ক কৌশিক রাই, বিডিও সাম ছুল আলম প্রমুখ ।