বিশেষ প্রতিবেদন 1 লা জানুয়ারি শিলচর— হ্যাঁ , মূখ্য মন্ত্রী কথা দিয়েছিলেন ইংরেজি নববর্ষের দিন যাতে একটি ও প্রাণ অকালে ঝরে না যায় তার চেষ্টা করবেন ।হলো ও তাই , এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা রাজ্যের কোথাও থেকে কোন দূর্ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যায় নি ।
কি ভাবে হলো এই চমৎকার ? সচেতন মহল থেকে বলা হয়েছে মূখ্য মন্ত্রী পুলিশ প্রশাসন কে এমন নির্দেশ দিয়েছেন যাতে করে নববর্ষের দিনে বনভোজন স্থলে যাওয়া প্রতিটি যানবাহনের চালক সহ যাত্রীদের যেন Breath Test বাধ্যতা মূলক করতে হবে এবং কেউ যাতে রঙীন পানীয় সাথে নিতে না পারে , যেমন কথা তেমনই কর্তব্যরত পুলিশ তাদের কর্তব্য পালন করায় আজ প্রথম বারের মতো নববর্ষের দিন দূর্ঘটনা ছাড়াই কেটেছে ।
সত্যি বলতে কি, আজ বনভোজন স্থলে অন্যান্য বারের মতো হৈ চৈ পরিলক্ষিত হয় নি, এবার প্রতিটি স্থানে পারিবারিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মানুষ দের ছড়াছড়ি চোখে পড়েছে , যেসব নিন্দুকেরা মূখ্য মন্ত্রীর দিবা রাত্রি সমালোচনা করতেন তাদের একাংশ আজ বলতে শুনা গেল যে মূখ্য মন্ত্রীর প্রতিশ্রুতি একশো ভাগ সত্যি হয়েছে ।আসলে প্রশাসন চাইলে সব কিছু যে ঠিকঠাক হয় আজ তা হলো ।একাংশের অভিযোগ সব ব্যাপারে কঠোর স্থিতি গ্রহন করলে অনেক দূর্নীতি রোধ করা সম্ভব হতো , যেমনটা গ্রাম উন্নয়ন বিভাগ এবং , খাদ্য ও সরবরাহ বিভাগের লাগামছাড়া দূর্নীতি , কিন্তু এসবের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেনো? প্রশ্ন উঠেছে ।