অসীম রায় লক্ষীপুর 3 রা জানুয়ারি — প্রতি বছরের মতো এবারও লক্ষীপুর মহকুমার অনু সুচিত্ জাতি, অনু সূচিত উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া জাতির জন্য 2020-2021 বর্ষের পরিকল্পনার মাধ্যমে সামগ্রী বন্টন করা হবে । সামগ্রী গুলো হলো পানীয় জলের ফিল্টার ।
আজ এই মর্মে লক্ষীপুর মহকুমার অধীন উপরোক্ত সমাজের মানুষের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে ।নির্ধারিত প্র পত্রে আগামী 13 ই জানুয়ারি র মধ্যে মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।বিস্তারিত তথ্য মহকুমা কল্যান আধিকারিকের কার্যালয়ে