DIGITAL

September 25, 2023

APTCE 18538973148

বরাক বঙ্গের 46 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো লক্ষীপুর আঞ্চলিক কমিটি

লক্ষীপুর থেকে অসীম রায় 8 ই জানুয়ারি— আজ বরাক বঙ্গের লক্ষীপুর আঞ্চলিক কমিটি’র উদ্যোগে বরাক বঙ্গের 46 তম প্রতিষ্ঠা দিবস আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়। আজ সকাল দশটায বরাক বঙ্গের লক্ষীপুর আঞ্চলিক কমিটি’র সভাপতি জগবন্ধু দাস আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন।

এই দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরাক বঙ্গের লক্ষীপুর আঞ্চলিক কমিটি’র সভাপতি জগবন্ধু দাস । সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা নেহরু কলেজের অধ্যাপক আবিদ রাজা মজুমদার, কবি, সাংবাদিক পুলক দাস, সঙ্গীত গুরু মনি গোপাল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিদিবেশ দাস ও বাসনা দাস ।

আজকের এই দিনে তিন গুণী জন কে সংবর্ধনা দেওয়া হয়, তারা হলেন অধ্যাপক আবিদ রাজামজুমদার, গোপাল সিংহ ও পুলক দাস।সভায় বক্তব্য রাখেন কার্তিক রায়, সুনীল সিংহ, ঘূর্ণি সিংহ, কবির আহমেদ লস্কর, ত্রিদি বেশ দাস, বাসনা দাস, জগবন্ধু দাস। পুলক দাস প্রমুখ ।এই সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোমা রায় ও মনি গোপাল সিংহ, তবলাবাদক হিসেবে ছিলেন রাজা দেব ।