DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

প্রধানমন্ত্রী কিষাণ কার্ডের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিলো সরকার,

নিজস্ব সংবাদদাতা গৌহাটি ১৩ই জানুয়ার — প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তে চাকরি জীবি থেকে শুরু করে পেনশন প্রাপক দের নাম সহ বিত্ত বান মানুষের নাম থাকার কথা বারবার সামাজিক মাধ্যমে আসার পর সরকার ও নড়েচড়ে বসে, তদন্ত করে দেখা গেছে সমগ্র প্রদেশের প্রতিটি জেলায় ব্যাপক হারে ২০% কিষাণের নাম অন্তর্ভুক্ত হয় নাই, বিপরীতে যারা মাঠ নামেননি তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।ফলে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে। এখানে উল্লেখ করা আবশ্যক বিগত সরকারের আমলে ও এই ধরনের কেলেঙ্কারি ফাঁস হওয়া সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, বিপরীতে দীর্ঘদিন ধরে চলে আসা সেই ধারা অব্যাহত আছে।

বর্তমান সরকারের আমলে ও বারবার অভিযোগ করেছেন বঞ্চিত কিষান গণ, অবশ্য এবার সরকার এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করায় বঞ্চিত কিষান গণ খূশি হয়েছেন বলে জানা গেছে। সরকার যদি এই পদক্ষেপ কার্যত বাস্তবায়ন করেন তাহলে এই ধরনের কেলেঙ্কারি আর হবে না বলে জানান সাধারণ মানুষ।তারা আরও বলেন জব কার্ড নিয়ে এই ধরনের কেলেঙ্কারি হয়েছে ভবিষ্যতে যদি আসামের মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে সত্যি কারের জনসেবার পরিচয় দিবেন বলে মনে করছেন গরীব মানুষ ।