DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

লক্ষীপুর পৌরসভার খসড়া ভোটার তালিকা, দাবি আপত্তি জানানোর শেষ তারিখ ২১ শেষ জানুয়ারি

অসীম রায়ের প্রতিবেদন ১৪ ই জানুয়ারি— আসন্ন লক্ষীপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে উক্ত পৌরসভার অধীন ১ নং ওয়ার্ড থেকে ১০ নং ওয়ার্ডের ভোটারদের নাম আসাম পৌর আইন (১৯৫৬ ইং ও ১৯৯৫ ইং)  সংশোধনী মতে দাবি ও আপত্তি জানানোর জন্য লক্ষীপুর পৌরসভার নির্বাচন আধিকারিক এক আদেশ জারি করেছেন ।এই আদেশে বলা হয়েছে পরিপূরক  খসড়া ভোটার তালিকা লক্ষীপুর মহকুমা শাসকের কার্যালয়ে, রাজস্ব চক্রের কার্যালয়ে এবং লক্ষীপুর থানায় জনসাধারণের দেখার জন্য রাখা হয়েছে ।

নির্বাচন আধিকারিক আগামী ১০ ই জানুয়ারির মধ্যে সকল ভোটারদের দাবি ও আপত্তি জানানোর জন্য আহ্বান জানিয়েছেন।