DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

সাংবাদিক মণি শঙ্কর পুরকায়স্থ আর নেই, শোকাহত বিক্রমপুর বাসি

বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন ১৮ ই জানুয়ারি– সাংবাদিক মণি শঙ্কর পুরকায়স্থ (রামু) আর নেই গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনির অসুখে ভোগছিলেন ।  তিনি সুচিকিৎসার জন্য হায়দরাবাদ সহ বিভিন্ন নামকরা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন । সাময়িক ভাবে সুস্থ হয়ে উঠেন কিন্তু পর মূহুর্তে আবারো অসুস্থ হয়ে পড়েন , এভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে করাতে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে শিলচর নাইটিঙ্গেল নার্সিং হোমে ভর্তি করা হয় পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে  তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় , কিন্তু চিকিৎসক গন অনেক চেষ্টা করেও তাকে শেষ রক্ষা করতে পারেন নি । অবশেষে রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

এখানে উল্লেখ্য যে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর , রেখে গেছেন স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে তাদের বয়স যথাক্রমে ৮ এবং ১৩ , তাঁর মৃত্যুর খবর জানার পর তার পরিবার সহ  পরিচিত মহল শোকে মূহ্যমান হয়ে পড়েন । আজ তাঁর মরদেহ বিহাড়া বাজার মহাশ্মশান ঘাটে বিলীন করা হয় । সাংবাদিক পেশায় দীর্ঘ ২৫ বছর খেটেছেন । তাঁর হাত ধরেই সর্ব প্রথম বিহাড়া থেকে সত্য দর্শন মেগাজিন প্রকাশিত হয়েছিল , তিনি ছিলেন সম্পাদক , মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক প্রান্ত জ্যোতি পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করছেন । আজ তাঁর মৃত্যুর খবর শুনে কাঠিগড়া সাংবাদিক মঞ্চের সদস্য গন তার বাড়িতে ছুটে আসেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানান । সাংবাদিক মণি শঙ্কর পুরকায়স্থ সত্য ঘটনা তুলে ধরার সাহস রাখতেন বলে  সর্ব জন বিদিত ছিলেন ,আজ তাঁর মৃত্যুর পর এভাবে মত প্রকাশ করেছেন স্থানীয় সমাজ সেবি গন ।