DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

শিলচর শহরে মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা সহজলভ্য হলো,অভিমত

ইউসুফ আলী বড় ভূঁইয়া ১৯ শে জানুয়ারি শিলচর– বরাক উপত্যকার দীর্ঘদিনের এক চাহিদা পূরণ হলো বলে মনে করছেন বরাক উপত্যকার আমজনতা ! সরকার বদল হলেও বরাক উপত্যকার মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, শিলচর মেডিকেল কলেজে এখনও হৃদ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের যেমন অভাব ঠিক তেমনি মানসিক ও স্নায়ু রোগের ও । এদিকে বরাক উপত্যকার মানুষের এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সামান্য কিছু হলেই চেন্নাই ছূটে যেতে হয়,তার মূখ্য কারণ হচ্ছে এখানে উপযুক্ত চিকিৎসা পরিসেবা নেই , এভাবেই মত প্রকাশ করেছেন স্থানীয় সমাজ সেবি গন ।

এদিকে বরাক উপত্যকায় মানসিক ও স্নায়ু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে,এমন অবস্থায় সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য চেন্নাই সহ বড় বড় চিকিৎসা কেন্দ্রে যেতে পারছেন না ,ঠিক সেই সময় শিলচর শহরে যাত্রা শুরু করলো মানসিক ও স্নায়ু রোগের এক ক্লিনিক ।NIMHANS  থেকে প্রশিক্ষণ নিয়ে। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ সূমন বৈদ্য  অবসর সময়ে এখানে নিয়মিত রোগী দেখেন । প্রতিদিন দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ এখানে ছুটে আসেন । রোগীর সাথে আসা লোকজন বলেছেন এখানের চিকিৎসা পরিসেবা খুব ভালো । স্বল্প সময়ের মধ্যে এই ক্লিনিক বরাক উপত্যকার মানুষের কাছে পৌঁছে গেছে বলে অনুমান করা হচ্ছে ।