লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২০শে জানুয়ারি– আজ লক্ষীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় আসন্ন প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি ঘোষণা করা হয়েছে । ভারপ্রাপ্ত মহকুমা প্রশাসক জনা থন ভাই পের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি ঘোষণা করা হয়। সম্পূর্ণ কোভিড বিধি অনুযায়ী ৭০ তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে ।সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোর ৫-৩০ মিনিটে লক্ষীপুর মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে এই দিবসের সূচনা করা হবে , সকাল ৭-০০ ঘটিকায় সরকারী ও বেসরকারী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, সকাল ৭-৩০ মিনিটে বিন্না কান্দি ঘাটে মহাত্মা গান্ধীর স্থায়ী মূর্তিতে পুষ্প স্তবক অর্পণ করা হবে, সকাল ৮ঘটিকার সময় বিন্না কান্দি উন্নয়ন খণ্ডের বিডিও সরকারী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন ।
তারপর সকাল ৮-৩০ মিনিটে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে । সকাল ৯ ঘটিকায় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হবে লক্ষীপুর আর্ল হাইয়ার সেকেন্ডারি স্কুলের সারদা চরণ খেলার মাঠে ।এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন যথাক্রমে লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয় ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সন্মেলনের লক্ষীপুর শাখার সদস্য বৃন্দ । এরপরে সকাল ১০-৩০ মিনিটে লক্ষীপুর ও হরিনগর স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হবে । সন্ধ্যা ৫-১৫ মিনিটে প্রতিটি সরকারী কার্যালয়ে আলোক সজ্জা করে দিবসটির কার্যসূচি সমাপ্ত করা হবে ।এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।