নিজস্ব সংবাদদাতা হাইলাকান্দি ২৩ শে জানুয়ারি— আজ ২৩ শে জানুয়ারি,আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, বাংলা ও বাঙালির গৌরব নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে আজ হাইলা কান্দির বাঙালি সেনা সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করলো বাঙালির গৌরব এই মহান নেতার জন্মদিন । এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংঘটনের সম্পাদক বিশ্বজিৎ মালাকার ও যুব সম্পাদক কৃষন মালাকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ।
তারপর শুরু হয় এক আলোচনা সভা ,এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ গণ । আলোচনা সভার মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রমূখ রোপণ দাস , তিনি তার বক্তব্যে তুলে ধরেন এই মহান নেতার জীবন দর্শন । তিনি বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর ভূমিকা শীর্ষে ছিলো , কিন্তু তার সেই অবদান কে ইতিহাসের পাতা থেকে মূছে ফেলতে যেসব ষড়যন্ত্র করা হয়েছিলো তা আর এখন গোপনে নয়,আজ পর্যন্ত নেতাজীর মৃত্যুর আসল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি । তিনি বাঙালিদের নিয়ে ভাবতেন ,আজ এই মুহূর্তে সচেতন বাঙালী মহল নেতাজীর অভাব বোধ করছেন।এই আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা ও নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অস্তিত্ব রক্ষার জন্য সবাইকে লড়াই করতে এগিয়ে আসতে অনুরোধ জানান। নন