DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

লক্ষীপুর প্রেস ক্লাবের প্রজাতন্ত্র দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর ২৬শে জানুয়ারি—– আজ ভারতের ৭ ৩ তম প্রজাতন্ত্র দিবস, সমগ্র ভারতে আনুষ্ঠানিক ভাবে এই দিবস পালিত হয়েছে। তার সাথে সঙ্গতি রেখে আজ লক্ষীপুর প্রেস ক্লাব এই দিবস পালন করে । আজ সকাল ৮ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লক্ষীপুর প্রেস ক্লাবের সভাপতি অমর দাস,এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আজকের দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন যথাক্রমে কবির আহমদ লস্কর, চন্দ্র নারায়ণ সিংহ, সাদ্দাত হোসেন বড় ভূঁইয়া ও পুলক দাস।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্নান্য দের মধ্যে চন্দ্র শেখর গোয়ালা, ভূপেন সিংহ অসীম রায় প্রমুখ ।