DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমার কেরোসিন তেল বরাদ্দ করা হয়েছে

অসীম রায় লক্ষীপুর,২৯ শে জানুয়ারি— লক্ষীপুর মহকুমার মহকুমা শাসক এক নির্দেশে সমগ্র লক্ষীপুর মহকুমার অধীনস্থ সমবায় সমিতি গূলোর ৩ মাসের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের কেরোসিন তেল বরাদ্দ করেছেন । মেসার্স এন,বি, চৌধুরী ও মেসার্স ভূঁইয়া এণ্ড কোম্পানি যথাক্রমে লক্ষীপুর ও সোনাই এজেন্সি এই কেরোসিন তেল সমবায় সমিতির ডিলার ও হকার দের মধ্যে বিতরণ করবে।

আদালতের নির্দেশে সমবায় সমিতির ডিলার গণ কার্ড প্রতি ৮০০ মিলি লিটার ও হকার গণ ১লিটার ৩৪৭ মিলি লিটার বন্টন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গমজাত সামগ্রী মাথাপিছু ৬০০ গ্রাম আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।