DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করলো বিহাড়া সেবা শক্তি ক্লাব

নিজস্ব সংবাদদাতা বিহাড়া বাজার ৩০ শে জানুয়ারি—– আজ ৩০ শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস, সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে বিহাড়া সেবা শক্তি ক্লাব আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য গন। প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সভাপতি পিঙ্কু রায় হালদার, সম্পাদক পিন্টু শীল সহ আসাম গ্রামীণ ব্যাংকের বিহাড়া বাজার শাখার প্রবন্ধক ।

এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা গান্ধীজীর জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখেন।