DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

অভিযুক্ত কে ছাড়িয়ে আনতে সোনাই থানা ঘেরাও করলেন স্থানীয় জনতা

শিলচর থেকে ইউসুফ আলী বড় ভূঁইয়া ৩রা ফেব্রুয়ারি— মিথ্যা মামলায় আটক শিক্ষিত যুবক কে ছাড়িয়ে আনতে গতকাল সোনাই থানা ঘেরাও করলেন স্থানীয় শতাধিক জনতা। সংবাদে প্রকাশ,গত ২৬ শে জানুয়ারি রাঙির ঘাট গাঁও পঞ্চায়েতের সভাপতি শম্ভু রবিদাস এই এলাকার শিক্ষিত যুবক জুলফিকার বড় ভূঁইয়া কে অভিযুক্ত করে এক ডাকাতির মামলা দায়ের করেন। সেই মামলার সূত্রে জিজ্ঞাসা বাদ করতে গতকাল শিলচর সদর থানার পুলিশ তাকে শিলচর নিয়ে আসে।এই খবর চাউর হতেই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়েন, শতাধিক জনতা সোনাই থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান।

এরপর স্থানীয় সচেতন নাগরিক এক প্রতিবাদী সভার আয়োজন করেন , সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা বলেন যে জুলফিকার বড় ভূঁইয়া পঞ্চায়েতের বিভিন্ন দূর্নীতি নিয়ে সরব ছিলেন,লাগাম ছাড়া দূর্ণীতির প্রতিবাদ নিয়ে ঊর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করায় পঞ্চায়েত সভাপতি শম্ভু রবিদাস উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ডাকাতির মামলা দায়ের করেন।সভা থেকে ও এই  মিথ্যা মামলা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে ,খবর পেয়ে হেড কোয়ার্টার ডি ,এস,পি   কে, কে,দাস ঘটনাস্থলে উপস্থিত হন, তাঁর সাথে উপস্থিত ছিলেন সোনাই থানার ওসি হিমাক্ষী  নাথ ও স্থানীয় সমাজ সেবি গন। অবশেষে প্রতিবাদ কারী দের সাথে আলোচনা করে আটক যুবক কে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় । এরপর সদর থানা থেকে জূলফিকার কে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।