DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

পূর্ব বড়খলার পাঁচ টি গাঁও পঞ্চায়েত শিলচর পৌর নিগমের অন্তর্ভুক্ত হতে চলেছে, উৎফুল্ল এলাকার মানুষ

ইউসুফ আলী বড় ভূঁইয়া ১৩ ই ফেব্রুয়ারি বড়খলা — প্রস্তাবিত শিলচর পৌর নিগম এলাকার অন্তর্ভুক্ত হতে চলেছে বড়খলা বিধানসভা চক্রের পূর্ব বড়খলা জেলা পরিষদের অন্তর্গত ছোট দূধ পাতিল,হাতিছড়া,বড় দূধ পাতিল,সহ চার পাঁচ টি গাঁও পঞ্চায়েত।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ উৎফুল্লিত হয়েছেন বলে পরিলক্ষিত হয়েছে।এই খবর চাউর হতেই স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবী সংস্থা সর্বাঙ্গীন মানব কল্যাণ সংস্থার সদস্যরা সম্প্রতি ছোট দূধ পাতিল এলাকার বটের তলে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য , সাংসদ রাজদীপ রায় কে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে সর্বাঙ্গীন মানব কল্যাণ সংস্থার সম্পাদক তন্ময় পুরকায়স্থ বলেন এই এলাকা গূলি প্রস্তাবিত পৌর নিগমের অন্তর্ভুক্ত হলে এই চার পাঁচ টি গাঁও পঞ্চায়েত এলাকার উন্নয়ন হবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এই এলাকার মানুষ।তাই সবাইকে ধন্যবাদ জানাতে হবে, আজকের এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রম দাস, কৃষ্ণ সরকার, অসীম ভট্টাচার্য,লিটন দাস, হিমাংশু দেব, সুরজিৎ দাস প্রমুখ ।