অসীম রায়ের প্রতিবেদন ১৮ই ফেব্রুয়ারি লক্ষ্মীপুর— অবশেষে লক্ষ্মীপুর পৌর সভার দশটি ওয়ার্ডের দাখিল করা মনোনয়নপত্র পত্র গূলি পরীক্ষা করার পর মোট ২৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয,তারপর নির্বাচন বিধি অনুযায়ী প্রতি জন প্রার্থী কে নির্বাচনের খরচ লিপিবদ্ধ করার জন্য একটি করে রেজিষ্টার প্রদান করা হয়।
এখানে উল্লেখ্য যে গতকাল মনোনয়নপত্র গূলি পরীক্ষা করার সময় উপস্থিত ছিলেন বিক্রম দেব শর্মা,জনাথন ভাই পে,জয় খৃষ্টানা নাম লাই, সঞ্জয় কুমার ঠাকুর, রুমী নাথ ও থৈবা সিং প্রমূখ। সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র গূলি পরীক্ষা করার পর মোট ২৮জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন, চুড়ান্ত ঘোষণা করার পর প্রার্থী গন নির্বাচনী প্রচার করতে মাঠে নেমে পড়েন,এক কথায় গতকাল থেকে লক্ষ্মীপুর পৌর সভা এলাকা সরগরম হয়ে উঠেছে বলে পরিলক্ষিত হচ্ছে।