DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

১লা মার্চ ডেডলাইন, যানবাহনের কাগজপত্র ঠিক না থাকলে রাস্তায় বের হলে বিপদে পড়তে হবে

বিশেষ প্রতিবেদন গৌহাটি ২০শে ফেব্রুয়ারি— যানবাহন চালক ও মালিক সতর্ক থাকুন, আগামী ১ লা মার্চ অপারেশন অল ক্লিয়ার নামে এক অভিযান শুরু করতে চলেছে পরিবহন বিভাগ। গতকাল এই মর্মে সরকার এক আদেশ জারি করে বলেছে যানবাহনের যাবতীয় কাগজপত্র ঠিক না থাকলে আগামী ১ লা মার্চ তারিখের মধ্যে ঠিকঠাক করে নিতে হবে, অন্যতায় ১লা মার্চ রাস্তায় যানবাহন নিয়ে বের হলে বিপদে পড়তে হবে, জরিমানা আদায় করা হবে । তাই চালক ও মালিক দের আগেই সাবধান করে দিয়েছে সরকার।