অসীম রায় লক্ষ্মীপুর ২২ শে ফেব্রুয়ারি—– সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে গতকাল লক্ষ্মীপুর বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আঞ্চলিক সমিতি যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো। এই উপলক্ষে গতকাল সন্ধ্যা ছয় ঘটিকায় লক্ষ্মীপুর শহরের স্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সহ সভাপতি শিল্প জিত পাল, বিধায়ক কৌশিক রাই, আঞ্চলিক সমিতির সম্পাদক কার্তিক রায়, স্বপন চন্দ, বিপ্লব পাল,রূপম দেব, জ্যোতিরময় ঘোষ, বিমলেন্দু চক্রবর্তী, গুঞ্জন কর ও সঞ্চিতা দত্ত চৌধুরী।
এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শিল্প জিত পাল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মবীর বিধায়ক কৌশিক রাই, অসীম পাল, বিমলেন্দু চক্রবর্তী, গুঞ্জন কর প্রমুখ