লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২২ শে ফেব্রুয়ারি— গতকাল লক্ষ্মীপুর মহকুমার নূতন মহকুমা শাসক হিসেবে কার্যভার গ্রহণ করলেন সূদীপ নাথ, তিনি হোজাই থেকে বদলী হয়ে এখানে আসেন।। তিনি পূর্বতন ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা অতিরিক্ত জেলা শাসক রুথ লিয়েন থাঙ এর স্থলে যোগদান করেন। এখানে উল্লেখ্য যে পূর্বতন মহকুমা শাসক হিসেবে রুথ লিয়েন দক্ষতার সঙ্গে কাজ করেছেন, তাঁকে বর্তমানে করিম গঞ্জ জেলায় বদলী করা হয়েছে।
নবাগত মহকুমা শাসক সূদীপ নাথের যোগদান কে স্বাগতম জানিয়েছেন লক্ষ্মীপুর বাসী জনসাধারণ ।