DIGITAL

September 25, 2022

APTCE 18538973148

সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব

বিপ্লব কর চৌধুরী ২২ শে ফেব্রুয়ারি বিহাড়া বাজার— ২০২১ইরেজীর ২৬ শে ডিসেম্বর মহাসড়কে সংঘটিত এক ভয়ঙ্কর দূর্ঘটনায় প্রাণ হারায়  বিহাড়া হাতীমারার দুই কিশোর ঋতু  জ্যোতি আচার্য ও অর্জুন ঘোষ । শিলচরের প্রাক্তন সাংসদ ও বর্তমান পশ্চিম বঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সেই সময় শিলচরে ছিলেন না,তাই ব্যক্তিগত ভাবে সমবেদনা জানাতে পারেননি। আজ তিনি সরাসরি চলে আসেন নিহত দুই পরিবারের বাড়ীতে।

প্রথমে সোজা চলে যান বিশিষ্ট সমাজ সেবী তথা সিপিএম নেতা রবীন্দ্র নারায়ন আচার্যের বাড়ীতে সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কে সমবেদনা জানান এরপর চলে যান অর্জুন ঘোষের বাড়িতে সেখানে গিয়ে ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। এখানে উল্লেখ্য যে সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ হয়ে ও বরাক উপত্যকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে ভূলেন না , তাঁর এই মানসিকতা একজন প্রকৃত রাজনৈতিক নেতার পরিচয় বলে জানিয়েছেন একাংশ সমাজ সেবী গন।আজ সাংসদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নন্দন দাস প্রমুখ।

আজ মহালয়া,এই উপলক্ষে বরাক নিউজ এক্সপ্রেস জানায় প্রীতি ও শুভেচ্ছা

নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ২৫ শে সেপ্টেম্বর — আজ থেকে শুরু হলো দেবী পক্ষ ,ভোরের আলো ফোটার আগেই  কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডী

Read More »

লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের জরুরি ঘোষণা, কুচি ধরা গুজবের উপর

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২৩  শে সেপ্টেম্বর —- অবশেষে কুচি ধরা গুজবের অবসান ঘটাতে কাছাড় জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা হাতে নিলো। কাছাড়ের জেলা শাসক কুচি

Read More »

আসাম রাজ্য মার্কেটিং বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় নাগরিক গন

বিশেষ প্রতিবেদন ২২ শে সেপ্টেম্বর শিলচর —-  দক্ষিন আসামের বরাক উপত্যকার তিন জেলার কৃষি জীবি মানুষের আয়ের একমাত্র উৎস কৃষি জাত দ্রব্য বেচা কেনা।সেই সব

Read More »

ভারতীয় মানসিক রোগ সংস্থার ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শিলচরে ,২৩ ও ২৪ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা  ২১ শে সেপ্টেম্বর শিলচর —– ভারতীয় মানসিক রোগ সংস্থার আসাম রাজ্য শাখার ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৩শে সেপ্টেম্বর ও ২৪

Read More »

Google pixel মোবাইল ফোন সেটের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে, অভিমত গ্রাহক দের

বিশেষ প্রতিবেদন ১৯ শে সেপ্টেম্বর শিলচর —- গুগল পিক্সেল ফোন সেটের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে বলে পরিলক্ষিত হচ্ছে।এখন পর্যন্ত বাজারে বিভিন্ন মোবাইল ফোন সেট নির্মাতা

Read More »

বিহাড়া দেশবন্ধু ক্লাবে সারা আসাম অঙ্গন ওয়াড়ি কর্মী -সহায়িকা সংস্থার জেলা সম্মেলন

বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন —– দীর্ঘদিন দিন পর কাঠিগড়া বিধানসভা এলাকার বিহাড়া বাজারে গতকাল  অনুষ্ঠিত হলো বামপন্থী সংগঠন সিটুর অন্তর্ভুক্ত সারা আসাম

Read More »