অসীম রায় লক্ষ্মীপুর ২৩ শে ফেব্রুয়ারি— আসন্ন লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে, সব কটি রাজনৈতিক দল বাজিমাত করতে মাঠে নেমে পড়েছে। বিজেপি দল আগে ভাগেই নির্বাচনী কার্যালয় খুলে ফেলেছে,আজ ভারতীয় জাতীয় কংগ্রেস দল ও তাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলো।
আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের এক ঝাঁক নেতা লক্ষ্মীপুর এসে তাদের দলের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন। প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও প্রাক্তন বিধায়িকা ডা রুমি নাথ মহাশয়া লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন, শতাধিক কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বক্তব্য রাখেন রুমি নাথ ও অজিত সিং সহ স্থানীয় নেতারা। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পর কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে।