অসীম রায় লক্ষ্মীপুর ২৭ শে ফেব্রুয়ারি,– লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে,আজ এই পৌর সভার ছয় নং ওয়ার্ডের নির্দল প্রার্থী জেরিয়েল মার উন্নয়নের স্বার্থে বিজেপি দলে যোগ দেন ,এই যোগদানের ফলে ছয় নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী স্বপন পালের জয় নিশ্চিত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । এখানে উল্লেখ্য যে খোদ বিজেপি দলের বিধায়কের উপস্থিতিতে এই যোগদান গুরুত্বপূর্ণ বলে পরিলক্ষিত হচ্ছে। আজ বিধায়ক কৌশিক রাই উত্তরীয় পরিয়ে মার কে দলে বরন করেন এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মন্ডল বিজেপি সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর।
নির্বাচনের হাতে গোনা দিন আগে জেরিয়েল মারের মতো আরও বেশ কিছু প্রার্থী বিজেপি দলে ভীড় করার সম্ভাবনা রয়েছে বলে এক সূত্রে জানা গেছে।