আগামী কাল শিলচর কালাইন সড়ক অবরোধ কার্যসুচীর ডাক দিয়েছে ছাত্র ছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা বড়খলা ৬ ই মার্চ— পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে আগামীকাল ৭ ই মার্চ শিলচর কালাইন সড়ক অবরোধ কার্যসুচী পালনের প্রস্তুতি নিলো ছাত্র ছাত্রীরা। এখানে উল্লেখ্য যে বড় যাত্রাপুর সিরাজুল আলী হাইয়ার সেকেন্ডারী স্কুলের পরীক্ষা কেন্দ্র শিলচরের গুরুচরণ কলেজে স্থানান্তরিত করার খবর প্রকাশ হতেই বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার ছাত্র ছাত্রীরা বেঁকে বসেছেন। তাদের অভিযোগ […]