DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

আগামী কাল শিলচর কালাইন সড়ক অবরোধ কার্যসুচীর ডাক দিয়েছে ছাত্র ছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা বড়খলা ৬ ই মার্চ— পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে আগামীকাল ৭ ই মার্চ শিলচর কালাইন সড়ক অবরোধ কার্যসুচী পালনের প্রস্তুতি নিলো ছাত্র ছাত্রীরা। এখানে উল্লেখ্য যে বড় যাত্রাপুর সিরাজুল আলী হাইয়ার সেকেন্ডারী স্কুলের পরীক্ষা কেন্দ্র শিলচরের গুরুচরণ কলেজে স্থানান্তরিত করার খবর প্রকাশ হতেই বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার ছাত্র ছাত্রীরা বেঁকে বসেছেন। তাদের অভিযোগ বৃহত্তর গ্রাম এলাকার ছাত্র ছাত্রীরা শহরে গিয়ে পরীক্ষা দিতে বিপাকে পড়বেন, যাতায়াতের অসুবিধার জন্য যথাসময়ে উপস্থিত হতে পারবেন না তাই আগামীকাল এই কেন্দ্রের ছাত্র ছাত্রীরা সহ তাদের অভিবাবক গন সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত শিলচর কালাইন সড়ক অবরোধ কার্যসুচী পালন করবেন।

আজ মাইক যোগে আগামীকালের সড়ক অবরোধ কার্যসুচীতে সমর্থন যোগাতে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার বিভিন্ন সংগঠন ও সমাজ সেবী দের অনুরোধ জানানো হয়েছে। এখানে উল্লেখ্য যে এই কেন্দ্রে দীর্ঘদিন ধরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিলো এবার হঠাৎ করে শিলচরের গুরুচরণ কলেজে স্থানান্তরিত করা নিয়ে এলাকায় বিরুপ প্রভাব বিস্তার করেছে বলে পরিলক্ষিত হয়েছে আজ। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে জোরদার চর্চা চলছে।