DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

লক্ষ্মীপুর পৌর বোর্ড বিজেপি দলের হবে বলে আভাস পাওয়া গেছে

অসীম রায় লক্ষ্মীপুর ৭ ই মার্চ- গতকাল লক্ষ্মীপুর পৌর সভার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর পৌর সভার মোট ভোটার সংখ্যা ৯৮৯৭ জন,তার মধ্যে ভোট পড়েছে ৬৬৮০ টি, শতকরা হার ৬৭.৫০% । এবারের লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচন বিধানসভা নির্বাচনের মতো সরগরম ছিল,সব রাজনৈতিক দল পৌর বোর্ড গঠনের জন্য জোরদার প্রচার চালিয়ে ছিলো ।

প্রচারের স্কেলে বিজেপি প্রথম থেকেই এগিয়ে ছিলো,কারন বিজেপি দলের বিধায়কের মান সম্মানের প্রশ্ন এই পৌর সভা নির্বাচন এমনটাই পরিলক্ষিত হয়েছে, বিধায়ক কৌশিক রাই নিজের দলের প্রার্থী দের কে জিতিয়ে আনতে মাঠ কামড়ে পড়েছিলেন। গতকাল পৌর সভা নির্বাচনের পর সর্বত্র জোরদার কাউন্ট ডাউন চলাকালীন সময়ে একটা আভাস পাওয়া গেছে । রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এবারের লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচনের দশটি ওয়ার্ডের মধ্যে ৬/৭ টি আসন বিজেপি দলের দখলে যাওয়া প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে।