অসীম রায়ের প্রতিবেদন ৯ মার্চ লক্ষ্মীপুর—- আজ লক্ষ্মীপুর পৌর সভার ফলাফল বের হতেই বিজেপি শিবিরে উল্লাস পরিলক্ষিত হয়। যেমনটা ভাবা গেছিলো ঠিক তেমনটাই ঘটেছে,মোট দশটি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে বিজেপি দলের প্রার্থী গন বাজীমাত করলেন,বাকি দুই ওয়ার্ডে একজন কংগ্রেস ও একজন নির্দল প্রার্থী বিজয়ী হয়েছেন। এই প্রতিবেদক আগে থেকেই বলে আসছেন লক্ষ্মীপুর পৌর সভা নির্বাচন বিধায়ক কৌশিক রাই মহাশয়ের কাছে এক চ্যালেঞ্জ , তিনি যে ভাবে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছিলেন আজ ফল বের হবার তা যে সার্থক হয়েছে তার প্রমাণ আটটি ওয়ার্ডে বিজেপি দলের প্রার্থী গন বিজয়ী হন।
এখানে উল্লেখ্য যে প্রথম বারের মতো বিধায়ক হয়ে লক্ষ্মীপুর বিধানসভা চক্রের যে উন্নয়ন মূলক কাজ করেছেন তার আগে এমনটা কেউ করেন নি তাই পৌর সভা নির্বাচনে পৌর এলাকার সচেতন ভোটার গন উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন একাংশ সমাজ সেবী গন। আজ বিজয়ী প্রার্থী গন বিধায়ক কৌশিক রাই মহাশয়ের বাসভবনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেই সময় বিধায়ক কৌশিক রাই বিজয়ী প্রার্থীদের কে পরামর্শ দেন আপনারা ভোটারদের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানান কারন তারা আপনাদের ভোট দিয়েছেন তাদের সমস্যা কি অবগত হোন। আজকের ফলাফল ঘোষণার পর সর্বত্র বিধায়ক কৌশিক রাই ও বিজেপি দলের জিন্দাবাদ ধ্বনি শোনা যায় ।