DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রংপুর এলাকার বেশ কিছু কংগ্রেস ও বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা ২২ শে মার্চ শিলচর—- ধীরে ধীরে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস এক মজবুত ভিত রচনা করতে চলেছে।আজ আনুষ্ঠানিক ভাবে শিলচর রংপুর এলাকার মোট বারো জন কংগ্রেস ও বিজেপি দলের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের মতে বাংলা ভাষী হিন্দু মুসলিম দের একমাত্র ভবিষ্যৎ ভরসা তৃণমূল কংগ্রেস। বিশেষ করে আসামের বাংলা ভাষী দের জন্য সংসদে তদবির করেছেন এই দলের রাজ্যসভা সাংসদ মিস্ সুস্মিতা দেব। তিনিই একমাত্র সাংসদ আসামের জ্বলন্ত সমস্যা ডি ভোটার ও আধার কার্ড বঞ্চিত মানুষের দূরদশার কথা সংসদে উত্থাপন করে সম্যক হলে ও বাংলা ভাষী দের মনে আশার সঞ্চার করেছেন।

আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের অনুপ্রেরণায় এই বারো জন কংগ্রেস ও বিজেপি কর্মী আনুষ্ঠানিক ভাবে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে সদস্য পদ গ্রহন করেন। তাদের কে উষ্ণ অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। আজকের এই যোগদান পর্বে অনান্য দের মধ্যে  উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র দে, রাজেশ দেব, নন্দন দাস প্রমুখ। আজকের এই যোগদান অনুষ্ঠান আগামী দিনে অন্যান্য দের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।